দেশিক’র কবিতা
2021-11-21
জোনাকির বৃষ্টিতে ছুঁয়েছে রাগ, আগুনের অস্পষ্টতায় বেঁচে আছি আজ, নিঃস্ব হলেও আফশোস করে না থেকে যাবার জেদ।সম্পূর্ণ
জোনাকির বৃষ্টিতে ছুঁয়েছে রাগ, আগুনের অস্পষ্টতায় বেঁচে আছি আজ, নিঃস্ব হলেও আফশোস করে না থেকে যাবার জেদ।সম্পূর্ণ
রাত জেগে কলঙ্ক হতাশা বিছানা আকঁরে ধরে থাকে শীতল মেরুদন্ড। টাকা দিয়ে যদি তোমায় কেনা যেত তাহলে আমি টাকা জমাতাম। এখানে শান্তি বিক্রি নেই!
একটা ছবির মতো সম্পর্ক দু-দলে ভাগ হয়ে গেলো। শুধু সেই দুটি মানুষের কথা বলিনি, বলতে ইচ্ছেও করছে না, তাদের ঘিরে যে দলটা তৈরি হয়েছিলো। সেখান থেকেও বেছে নিতে হবে কিছু অট্টহাসি, আবার আন্তরিকতার সাথেও ভুল গুলো বার বার মনে করিয়ে দিয়ে যাবে কেউ।
সম্পূর্ণ
শুভাকাঙ্ক্ষী বলছিলাম, তোমার প্রথম পর্ব পড়েছি কবি।তোমার নায়িকার চারিত্রিক গঠন কি মুগ্ধকর । কি তারসম্পূর্ণ