কবিতাইতি শুভাকাঙ্ক্ষী
কবিদেশিক হাজরা
উৎসর্গঅভিষেক কর
লিখার স্থানকলকাতা
Review This Poem

শুভাকাঙ্ক্ষী বলছিলাম,
তোমার প্রথম পর্ব পড়েছি কবি।তোমার নায়িকার চারিত্রিক গঠন কি মুগ্ধকর । কি তার তেজ , জীবন যুদ্ধে কি অসামান্য দক্ষতা তার ,রুপে , যৌবনে , গুনে,পরিপুর্ন ।আর নায়কের বুকে সহস্র দাবানল , বেকারতে জালা ,
দুটো চরিত্র দুটো দিক, লোকের মন ছুঁয়ে যাবে ।
ইইসস…. কেমন আছো? সেটাই জানা হয় নি, কথায় কথায় ,
আচ্ছা কবি, তোমার বুকের মরুভূমিতে, মরিচিকা এসে ছিলো বুঝি?
তারা কি? তুমি ও গুনে ছিলে, সন্ধার আকাশে ।
একটা দুটো হাতে হাত রেখে এক সাথে পাশে ।
আমার এক প্রেমিক ছিলো,প্রেমের সাগরে জোয়ার এলো, সাগর বুকে ঝড় উঠল ।এক নিমেষে মরুভূমি।
এ যে সামান্য মেয়ের গল্প , তুমি কি বুঝবে কবি ।”তোমার হৃদয় কাগজ হলে,
আমার কলম হতে খতি কি? হাহাহা…..!!”।
আমি হবো তোমার প্রথম পুরুষ, শেষ প্রেমের ভাষা ।
এ জন্মে -এ নয় গো কবি, …(মৃদু হাসি) পরোজন্মের কথা।
তুমি হয়ো ও মোর কনোকচাঁপা, হলদে লালে শাড়ি ।
বাস ,বে ভালো আমার মোতো, যেমনটা বাস তোমার গল্প।

থাকলে মনে…, ফিরো তবে, ধানশ্রীটির তীরে ।
এবার তবে রাখি কবি… …..অপেক্ষা পড়ে থাকতে তবে ।।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments