রাতের কিছু তারার মতো।
উইপোকা’র মতো উঠে আসা শৈশব
সেখানে হারানো উড়োজাহাজ বল
একা পড়ে আছো।
মনে তো হয় তুচ্ছ কিন্তু কত মনোযোগে
পড়া হয় বার্ষিক বর্ষা
হামাগুড়ি দিয়ে চলে আসা স্মৃতিতে
কতো কান্না হাসির ব্যাগ ভর্তি অভিমান,
এবারো বলা হল না তবু নির্বাসনে নয়
বা যাবজ্জীবন আছো।সম্পূর্ণ

পুরোনো লাটাই সুতোয় বাঁধেনা নীল চোখের
থাকেনা ঐ ঘোরে শুয়ে এক কল্পনা
ঘুম থেকে উঠবে না আকাশে উড়বে না
ভুলে যাওয়া বন্ধুটির পুরনো লাল ঘুড়ি। সম্পূর্ণ