মুক্তি মেলে না
2024-05-15
মুছে দিলাম মেঘের রাজ্য হাজার রকম লেখা, সত্য মিথ্যা যে যাই বলুক যুদ্ধ দেখে শেখা।সম্পূর্ণ
ঘুম না আসলে
2023-06-10
জেগে থাকার ইচ্ছেটা কি
এমন হতে পারতো,
যদি উদ্যানে আজ শিমুল ছাড়া
অন্য কিছু ফুটতো।সম্পূর্ণ
উদ্যান সব জানে
2023-05-13
পুরোনো লাটাই সুতোয় বাঁধেনা নীল চোখের
থাকেনা ঐ ঘোরে শুয়ে এক কল্পনা
ঘুম থেকে উঠবে না আকাশে উড়বে না
ভুলে যাওয়া বন্ধুটির পুরনো লাল ঘুড়ি। সম্পূর্ণ
সাড়া না পেয়ে
2023-05-08
বললে কিছু বলাই হতো
এমনকিছুর শব্দ খুঁজে,
সহজ সরল মিষ্টি বুলির
স্পষ্ট ধারার পদ্য রচে।সম্পূর্ণ
নগরের প্রসাধনী
2022-02-08
বেজন্মা দিয়েছো উপাধি
চুল থেকে নখ
পোশাক অবধি।
চটকে দিলে খুব
বাসনা এরূপ
ক্ষোভ সভা করে
জনপ্রতিতে
বেজন্মা দিয়োছো
সর্ব জাতিতে।সম্পূর্ণ
প্রেমিকের জন্য কাঁদেনি
2022-01-03
তিনি একা নন তাঁর মতন তোমরাও এসেছো,
বলেছো অজান্তেই প্রজন্মের তরে জাগিয়েছ ভরসা।
সে ভরসায় প্রজন্ম অবশ্যই বিশ্বাস করেনি।সম্পূর্ণ