কবিতাবিষয়কাব্যগ্রন্থ
অসংলগ্নঅন্যান্য
Added by: Arrzo Ahmed
জান্নাতপ্রেম
Added by: Arrzo Ahmed
বোধ অন্ধকারেঅন্যান্য
Added by: Arrzo Ahmed
গলাকাঁটা মাগরিবঅন্যান্য রূপক
Added by: Arrzo Ahmed

বলতে পারি? চুমুর বিরতিকালে আচমকা উঁকি দিলে মৃত্যুর সন্ধ্যা—
তোমার তর্জনির প্রতিরোধে বিচ্যুত সরুপথ ফের খুজে নেবে প্রেমও লীলা।
তোমার সাক্ষাতেই তবে দিদার বিসর্জন;
আমার স্পর্শের ইবাদাত কেবল তোমারেই মোনাযাত করে।সম্পূর্ণ

অস্তিত্ব..গাঢ় নিঃসঙ্গতার ভেতর ধূসর-পথ হেঁটে গেলে ভীষণ বিভ্রান্ত পৃথিবীতে নিজেকেই জড়িয়ে ধরেছি কেবল;
তবে বলো, কবে কার-ঈশ্বর ছুঁয়েছিলো কবির নিঃসঙ্গতা?
যেনো এই ছায়াপথে নয় এ হৃদয় তারাদের ভীড়ে অন্য এক প্রকৃতির।
সম্পূর্ণ

আমাদের নিগূঢ় বন্দরে সন্তপ্ততার লেলিহান—
প্রেমদৃঢ়তাই প্রতীক্ষার নিবেদনে ঢেউয়ে উড়াচ্ছি বেদনার বিলাপ।
সবকটি নোঙ্গর ছেড়ে যাচ্ছে শোকের ব্যানারের মত অঘোর মাস্তুল
যেন সর্বনাশের পয়গাম রেখে যেতে চাই অগ্র-প্রদোষে।
সীমান্ত ডুবে যায় সীমান্তে!সম্পূর্ণ