ইতর স্তন্যপায়ী ইলেকট্রিক ফায়ারিং উচ্চ অতড়িদাহিত চুম্বকের প্রিবায়োটিক কাঁচ ভাঙ্গা মহাপুরুষের তৃতীয় বেদবিৎ দৈর্ঘ্যের তরঙ্গীয় ইথার জাগতিক পৃথিবীর কালো বেদানার অশ্বারোহী উটগুলো মৃত উপগ্রহের শল্কবিহীন দ্রাঘিমায় নেমে পৃথিবীর অস্থিতিস্থাপক কেঁচো গুলোকে দ্বিতীয় জাহান্নামের পরা দরজা খুলে রক্ত সঞ্চালনের এল কার্টেনিন ভৃঙ্গরাজ ক্যাপসুল খেতে দিচ্ছে মিথোস্ক্রিয় দ্রবণের পরা প্রকৃতির মায়াবী লিঙ্গ ছেদনের পর ,
জাহান্নামের কয়েদ খানায় এখনো বেঁচে আছি ষষ্ঠ মুলাধারী হয়ে,
য ফলা হরিণটি আত্মহত্যার নখ চিবিয়ে মায়াবী রাক্ষসের বৈকুণ্ঠ শরীর তৈরী করে অনাখ্যাত জলের খুনিটির মতো, যজ্ঞের পরেও মহা দ্রবীভূত যজ্ঞ জেগে ওঠে পিতার অস্থির মায়াবী পুরুষ জেগে উঠলেই , আমাদের মৃততান্ত্রিক কুব্জ গুহা গুলো জলজ ফাটলের নিচে সামুদ্রিক অ্যালকোহলিক প্রবাল পিচ্ছিল গলাধঃকরণের পর ষড়রিপু মাত্রাহীন ব্যঞ্জনবর্ণের নক্ষত্র পুড়িয়ে ছাই খেতে দিচ্ছে অতি নাগরিক অজৈবনিক গণিকার তেজস্ক্রিয় পাখিটিকে , ২য় গলার ভেতরে মৃত ফাটল জেগে ওঠে ট্রাই ক্লোরাইড সাপের লালার মতো , অসুস্থ শর্করা বিহীন ভাঁজ করা চাঁদ নেমে আসছে পরজীবী এলাচ দানার বিস্ফারিত জলজ মাংসাশী পিণ্ডের ভেতর, অনুর্বর মাংস ঝলসানো উনুনের অপরাধীরা উপগ্রহের ছাই গুলোকে মুখে পুরে পৃথিবী পুড়িয়ে ব্যাসার্ধ মাপছে রাতের স্ত্রীলিঙ্গ সৌমিত্র নদের উষ্ণতায় , এসো ব রঙের বিক্রমাদিত্য যজ্ঞের হঠযোগ তপস্যা করি আর ভৌম জলে বাদামী রক্তের ফাঁসি কাঠ ধুইতে থাকি রজন দ্রাবকের পান্ডুরোগের টিউব দিয়ে
2025-10-02