কবিতাআবার যদি ফিরে পেতাম
কবিনজরুল ইসলাম খান
বিষয়জীবনমুখী
উৎসর্গজায়ানা
লিখার স্থানটুটপাড়া, খুলনা
লিখার সময়জুলাই ২০২২ সকাল
Review This Poem

আবার যদি ফিরে পেতাম
————————————
———নজরুল ইসলাম খান

আবার যদি ফিরে পেতাম বয়সটা সেই কুড়ি ।
সবকিছু উড়িয়ে দিতাম হাতে মেরে তুড়ি ।
এতদিনে পারিনি যা বয়সের এই ভারে ।
এক মূহুর্তে নিয়ে আসতাম হাতের মুঠোয় তারে ।
পূরণ হয়নি এই জীবনের রঙিন স্বপ্ন যত ।
স্বপ্ন ডানায় এঁকে নিতাম প্রজাপতির মত ।
সুখ পাখিকে নিয়ে গেছে দূর আকাশের চিল ।
চিলকে এবার বধ করতাম ঘুরে বিল ঝিল ।
জীবনটাকে গড়ে নিতাম আবার নতুন করে ।
সংগে থাকত সুখ পাখি সারাজীবন ধরে।
কাছে আসতো তারা, যারা দূরে গেছে সরে ।
যারা এখন আগে আমার, তারা থাকত পরে ।
যেসব কাজে সারাজীবন ছিল আমার ভুল ।
ভুল শুধরে জীবন হতো যেন রঙিন ফুল।

১২/০৭/২০২২

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments