বাংলা কবিতা, দোল খায়, বাঁক নেয় কবিতা, কবি মারজুক রাসেল - কবিতা অঞ্চল
কবিতাদোল খায়, বাঁক নেয়
কবিমারজুক রাসেল
কাব্যগ্রন্থচাঁদের বুড়ির বয়স যখন ষোলো
4.2/5 - (4 votes)

চোখ, নাক, ঠোঁট, জিহবা, হাতের শরীর পর্যটক;
সুন্দরের দেখা পেলে থামে, তারপর ঘামে-
ডুবসাঁতার খেলার ফাঁকে মোহনায়
দেখি সনাতন দোল খায়, বাঁক নেয়।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments