এসব খোরাকী……..
মধ্যবিত্ত মাটি চষা ঘর
মেলে কি মেলে না
উজবুক ছিপ
চেয়ে থাকা জলে
তখনও বিবাগে,আঁশ গন্ধ ভূম
রোদদগ্ধ চিল
ছোঁ মারার তালে
পেছনেই নেড়ি, হুলোর বাদিকে
ওঠা নামা বড়শি মাছেরা
লুকোচুরি খেলা।
| কবিতা | মাছ : মল্লিকা রায় |
| কবি | মল্লিকা রায় |
| উৎসর্গ | সমস্ত পাঠককে |
| সময় | ৭ মিনিট |
| লিখার স্থান | বাসভবনে |
| বিষয় | মৃত্যু |
এসব খোরাকী……..
মধ্যবিত্ত মাটি চষা ঘর
মেলে কি মেলে না
উজবুক ছিপ
চেয়ে থাকা জলে
তখনও বিবাগে,আঁশ গন্ধ ভূম
রোদদগ্ধ চিল
ছোঁ মারার তালে
পেছনেই নেড়ি, হুলোর বাদিকে
ওঠা নামা বড়শি মাছেরা
লুকোচুরি খেলা।