কবিতামাছ : মল্লিকা রায়
কবিমল্লিকা রায়
উৎসর্গসমস্ত পাঠককে
সময়৭ মিনিট
লিখার স্থানবাসভবনে
বিষয়মৃত্যু
Review This Poem

এসব খোরাকী……..

মধ্যবিত্ত মাটি চষা ঘর
মেলে কি মেলে না
উজবুক ছিপ
চেয়ে থাকা জলে
তখনও বিবাগে,আঁশ গন্ধ ভূম
রোদদগ্ধ চিল
ছোঁ মারার তালে
পেছনেই নেড়ি, হুলোর বাদিকে

ওঠা নামা বড়শি মাছেরা
লুকোচুরি খেলা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments