কবিতাস্বস্তিকা মূখার্জি
কবিকান্ত রায়
উৎসর্গস্বস্তিকাকে
লিখার স্থানসুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ
Review This Poem

(স্ব) স্ব বহুবিদ উত্তরসম্পন্ন প্রশ্ন বিবেচনায় তোমাকে সমাদর করি নাগরিক দেওয়াল—
(স্থি)তি আর অবৈধ প্রণয় ফিল্টারাইজ কোরে সংকল্পে আনি সমচ্ছেদ বিন্দু আমার ভ্রমণের ‘পর;ত্রিমুখী প্রেমের
(কা)রণিক ভুল পরিহারে-তৃণাঙ্কুরের ছেলেবেলার আড়াআড়ি তোমার স্বাক্ষর;স্বাক্ষর সাক্ষরে বিনিময় হয়;যখনই শূণ্য মাত্রিক
নিঃশ্বাস খন্ডার্থে—বার্লিনের প্রাচীর জুড়ে একেঁ দিতে গিয়েছি তুমি নামক সম্ভ্রমের গ্রাফিতি!জিনোম সিকোয়েন্সিংয়ে জানা গ্যাছে-
(মূ) ড্রামা সিরিজের প্রতিপাদস্থানে ঘটে যাওয়া দ্বন্দ্ব তোমার নাকের নথের নিকট অতিশয় ক্ষীণ।
(খার) ধাতুর সদৃশ তোমার তৎপরতায় ক্ষোদিত রাসায়নিক বন্ধন খেলাপিতে—
অভিশংসন ভিত্তিতে প্রেমিক পদ থেকে অপসারিত হয়েছি নির্মল!
(জি)জ্ঞাসা চিহ্নের অনুরুপ-বাক্যের উপসংহারে বোসে হাতে হাত ঘষে মেপেছি তড়িৎ শক্তি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments