কবিতাবিভেদের নিনাদ
কবিকান্ত রায়
4.7/5 - (3 votes)

রদবদলের অভিরত শাখা ম্যালে,রৌদ্র কিরণের তাপে আঘাত হেনে বাড়ি ফিরছি একা—

একা বোললে গলদ হবে;আমার সাথে ফিরছিলো—প্রতি ভোরের বিদ্রুপ রেওয়াজে সিক্ত হওয়া বিভেদের নিনাদ!

আর ফিরছিলো—

লক্ষণভেদে বাঁকা মেরুদন্ড ও অবিসংবাদিত হার্ট অ্যাটাক।

ভালোবাসলে সঙ্গতই—

অমেরুদণ্ডীপ্রাণী তথা কতিপয় পরজীবিদের শরীরেও গজায় মেরুদন্ড;

ভালোবাসলে স্বভাবতই—

জুতো পায়ে হৃদয়ের বেদীতে চড়ার পরেও উৎসর্গস্বরুপ উৎপাটন কোরা যায় হৃৎপিন্ড !

প্রবাহ আর আয়ুষ্কালের ব্যাসার্ধের সংমিশ্রণে গড়া জীবনকে—জীবন বলে না;

যা বাঁচার,তা তো বাঁচে কালীপুরের খেকশেয়াল।

আবেগের মতোন একটা নেড়িকুকুর;

আপনার পাশাপাশি দন্ডায়মান থাকলে— আপনিও নিজেকে ভাববেন— একজন গরীবের ‘জন উইক’! 

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments