বাংলা কবিতা, প্রেমিকেরা হয় অ্যামিবা কবিতা, কবি কান্ত রায় - কবিতা অঞ্চল
কবিতাপ্রেমিকেরা হয় অ্যামিবা
কবিকান্ত রায়
বিষয়প্রেম
লিখার স্থানসুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ
4/5 - (6 votes)

তুমুল বন্যায় ভেসে যাচ্ছে—সুহৃদ সুমনের বন্যা।
বন্যার ডাকনাম—’প্রেমিকা’,প্রেমিকারা ভাসুক না!
কারসাজি ও প্রেমের সংকটে, শেয়ারবাজারে তীব্র ধস নামুক?

বেশকিছুকাল যাবত,যে ভালোবাসায় তারল্যসংকট দ্যাখা দিচ্ছে;
তাতে কমে যাক না—কিছু ব্যাক্তির স্বত-বিনিয়োগ।

সত্তদাগর আর দালালের কাছ থেকে—শুনে নেওয়া যাক,
গত হওয়া কোটি কোটি বছরে— বিনিয়োগের বিপরীতে যে কেবলই বিচ্ছেদ গুণতে হয়েছে—সে কথা!

এ দরপতনের খেলায়,
অনন্যপরতা গছিয়ে দেওয়ার বদলে— প্রেমিককে কেউ-কেউ বানিয়ে রেখেছে পরজীবি!
প্রেমিকেরা বুঝি পরজীবিও হয়!
প্রেমিকেরা হয় অ্যামিবা;প্রেমিকেরা এককোষী প্রাণী হয়।
প্রেমিকার চোখের চাইতে বড়ো অনুবিক্ষণ যন্ত্র এ সমাজে আর দ্বিতীয়টি নাই।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments