কবিতাআমিত্ব
কবিকান্ত রায়
Review This Poem

আমি পরস্ত্রী অপহরণকারী কামার্ত রাবণ- চিরকালের গণস্মৃতিতে একজন পরিপূর্ণ খলনায়ক। পৃথিবী হওয়ার নিয়ম নেই যেখানে;সেখানে আমি নষ্ট স্বভাবের পৃথিবী। আমার অশ্রু থেকে জন্ম নেওয়া অনুগ্রাসের অস্তিত্বের কথা বিদিত থাকে এখানে- আমি অসময়ের দশ ফোঁড়, সময়ে আমার গলা দিয়ে রক্ত বের হয়;চামড়া ক্ষয়ে ক্ষয়ে বাষ্পে মিলায়- যখনই কথার ভাজে কথার সেলাই হয় বড়োজোর।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments