কবিতাএকলা আছি, ভালো আছি
কবিফারহান মাহিন
বিষয়প্রেম, বিরহ
লিখার স্থানসদর, দিনাজপুর
লিখার সময়আগস্ট, ২০১৭
4.7/5 - (3 votes)

ভেবো না এখনও পুরোনো স্মৃতির পাতা
রেখেছি বুকের কাছাকাছি
ভেবো না এখনও আছি তোমার অপেক্ষায়
একলা আছি ভালো আছি।

ভেবো না এখনও মধুর সন্ধানে ছোটে
প্রেমে মাতাল মৌমাছি
চোখের সামনে তুমি নেই তাতে কি
একলা আছি ভালো আছি।

রাত কেটে যায়– তেমনি দিনও কাটে
এই আশায় আজ বাচি
অপেক্ষায় তুমিও রবে, রইব না আমি
একলা আছি ভালো আছি।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments