বাংলা কবিতা, শরীরে লৌহজং কবিতা, কবি %customfield(cpoet_name)% - কবিতা অঞ্চল

আমার এ মুখশ্রী কবে নাগাদ
দর্পণে দর্শন পেয়েছিল শেষ,
প্রায় ভুলতেই বসেছি।
আমার অবয়বে লোহার মরীচা দেখেছি
কবে নাগাদ এ লৌহের জং অনুমতি পেল!
জানি না, আমি মোটেও জানি না।সম্পূর্ণ

তুমি পৌষের থলে থেকে-
এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়,
আমি রোদ খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও-
একবিন্দু শিশির কণা এনে দাও,
আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকব।
ভালোবাসা না দাও- ম্যানগ্রোভ থেকে
একটুকরো মড়া সবুজ এনে দাও,
আমি সবুজ খেয়ে বেঁচে থাকব।

দাও অন্তত কিছু একটা দাও আমায়,
যা খেলে তোমায় ভুলে থাকব।সম্পূর্ণ