পদ্য অভিধানে
তুমি যদি সবুজ করে রাখ আমার জীবনাবৃত্ত, ডুবে যাও যদি পদ্ম ফুলের মালা নিয়ে অতলসম্পূর্ণ
তুমি যদি সবুজ করে রাখ আমার জীবনাবৃত্ত, ডুবে যাও যদি পদ্ম ফুলের মালা নিয়ে অতলসম্পূর্ণ
এখন মধ্যরাতের অক্ত যখন একেকদিন একেক ঘন্টায়
শুরু হয়ে নিয়মিত শেষ হইতেছে সব একই সময়ে
যেদিন আমি কুকুরের আগে বুইঝা ফেলতেছি
আততায়ী কে এই রাস্তায়!
লেকে ভাসা কোন মাছটা আত্রাই নদী মিস করতেছে
আর কোনদিক দিয়ে হারিয়ে যাইতেছে লাশ, গন্ধ কিংবা ডার্ক লিপস্টিক। সম্পূর্ণ
রাত্রি নেমে এলে পাতারা নড়েচড়ে, আমি তখন একটু একটু করে ম্লান হতে থাকি। কখনো দেখাসম্পূর্ণ
স্মৃতিতে কেবল গোলাপ মুচড়ানো হাতের নগ্নতা। হয়তো বলে কিছু নাই, সত্যি সত্যি ভাবছি, আকাশ বেলাজ হয়ে পড়ে আছে পায়ের কাছে, আলস্যে ভাগাতে পারছি না, হে জন্মপরাগ, এসো, ভাগিয়ে নাও সমস্ত ফুলকার মেজাজ ও রাগ।সম্পূর্ণ
তাহলে আর ভালো বাসবো কি?
সেই আফসোস করে পুড়ে যাবো সারাকাল।
তুমি আর চাঁদ দূরে দূরে থাকো,
এভাবেই থাকুক ভালো বাসা বাসি।
সারারাত স্বপ্ন দেখি, সারাদিন স্বপ্ন দেখি যে-রকম আকাশ পৃথিবী দ্যাখে, পৃথিবী আকাশ, একবার অন্ধকারে, একবারসম্পূর্ণ
ভালোবাসার পদ্যগুলো রেখে যাব তার স্মরণে
আমি জানি সেও কাঁদবে আমার মরণে।
প্রকাশ্যে কিংবা অতি গোপনে
শাড়ির আঁচলে মুখ লুকিয়ে।
সম্পূর্ণ
একদিন তোমাকে ভালোবাসবো বলেই- নিজেকে পুড়িয়ে যত্নে রাখি। তোমার সাথে মুষ্টিমেয় কথা বলার জন্য ছুটেসম্পূর্ণ