দ্বান্দিক হাকিমের ভুলে,
দন্ডিত বিবেক হারায় হিদায়াত,
আদালত হারায় ফুরকানিয়াত,
বেঁচে থাকার বিচারপত্রে লিখা হয়,
“শহীদের খুনের চেয়ে জ্ঞানীর কলমের কালি শ্রেয়”
সম্পূর্ণ

আততায়ী চোখে জিজ্ঞাসা নেই
কুর্নিশহীন কন্ঠে উচ্চারিত হয় বর্বরতা দেখিয়ো না মৃত্যুফাদ—
গ্যাসোলিনের আগ্রাসনের মতো পৃথিবীর সকল যন্ত্রণাকে গিলে খাচ্ছি—
আমাকে অভ্যর্থিত করো।সম্পূর্ণ

পৃথিবীর শরীর থেকে লাশের স্তুপ সরাতে যে সত্তা নিজের হৃদপিন্ডে প্রস্তত করে রক্তমশাল—সেও কোনো একদিন খুন হয়ে যায় আততায়ীর ধুরন্ধর চোখে।সম্পূর্ণ