লেগেছে অমল ধবল পালে              মন্দ মধুর হাওয়া।দেখি নাই কভু দেখি নাই              এমন তরণী বাওয়া।                     কোন্‌ সাগরের পারসম্পূর্ণ

আমার নয়ন-ভুলানো এলে।আমি কী হেরিলাম হৃদয় মেলে।শিউলিতলার পাশে পাশেঝরা ফুলের রাশে রাশেশিশির-ভেজা ঘাসে ঘাসেঅরুণ-রাঙা-চরণ ফেলেনয়ন-ভুলানোসম্পূর্ণ