কবিতাকবর
কবিআজিজ বিন নুর
উৎসর্গবৈশাখী
সময়অক্টোবর ২৩, ২০২৪ সকাল
লিখার স্থানমাউনা চৌরাস্তা, শ্রীপুর গাজীপুর
বিষয়বিরহ, মৃত্যু, রূপক
5/5 - (1 vote)

দুঃখের মর্মরে আমি একগোছা চুল এনে
রাতের মতো দেহ করেছি রোপন
ফলবতী বেদনার বুকের শূন্যতা
মৌনতার ঢেউয়ে ভেসে
আমাকে পড়ে তোমার টারশিয়ারি মন।

চোখের কোলাজে জ্বলে ধারালো আঁধার
শাঁখের করাতে জাগে ভৌগোলিক উন্মাদনা
ছায়াস্মৃতির ক্যানভাসে জেগেছে মাতম
কেউ নই তুমি- আমি ;সময়ের চিতায় জ্বলা
এ যে এক বিভ্রমের নারকীয় ফণা।

ফিনিক্সের পাখায় উড়ে প্রেম
অবুঝ আকাশ ঝরে ফুলকির খামে
এখানে প্রতীকী ডামী আঁকে শূন্যতা
স্বরচিত যাতনায় বিবশ দ্রাঘিমা
কোন কবর ফলক নেই তোমার নামে!

মনোজ আগুন আঁধারে মিশে গিয়ে
বুকের কবরে তোলে রাত্রির ঢেউ
এখানে শ্বাপদের জ্যান্ত চিরিয়া
মরনের সীমান্তভেদী আয়োজনে
এই নির্জনে শুয়ে নেই তুমি- আমি কেউ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments