কবিতাপাখিদের গান
কবিঅভিজিৎ হালদার
উৎসর্গসকল নাগরিক
সম্পর্ক্ততাপ্রকৃতিতে পাখিদের বাঁচিয়ে রাখতে হবে যাতে পরিবেশ ভালো থাকবে। পাখিদের গানই পরিবেশের সৌন্দর্য কে আরো বাড়িয়ে দেয়।
কাব্যগ্রন্থপ্রকৃতি ও সমাজের স্বপ্ন
সময়২৬ শে সেপ্টেম্বর ২০১৯
লিখার স্থানমোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ
বিষয়প্রকৃতি
3.5/5 - (2 votes)

রাতের শেষে দিনের আলো
ভোর আকাশের চাঁদের আলো
পাখিদের সব গানের সুরে
জেগে উঠি রাতের শেষে।
ঘুমহীন স্বপ্নের মাঝে
পারি দিই গানের সুরে
বন থেকে পাখির গান
ভেসে আসে দিনভর।
দিনের আলো মনের কাছে
বয়ে চলি আপন মনে
পথের ধারে ফসলের খেতে
চাষিদের মাঠভরা সোনারতরী।
ঘুমহীন ক্লান্ত শরীরে
গড়ে তোলা স্বপ্নের বাড়ি
পাখিদের সব গানের সুরে
হারিয়ে যায় গভীর জলে।
বৃষ্টি ভরা দিনের মাঝে
ভেসে আসে নতুন সুরে
কোকিলের মিষ্টি সুরে
জেগে উঠি নতুন করে।

মেঘের কোণে চাঁদের হাসি
গাছের ডালে পাখির বাসা
ঝড়-বৃষ্টির সঙ্গী সাথী
এই আমাদের গাছের মালি।
হঠাৎ একদিন নেই আমি
এসে দেখি গাড়ির সারি
নেই আমার গাছের মালি
কেটে ফেলেছে গাছের সারি।
কমে গেছে গানের সুর
ভেঙে গেছে মনের ঢেউ
হারিয়ে গেছে পাখিরা সব
আর শুনিনা পাখির সুর।
চলে গেছি আমি তোমাদের ছেড়ে
বাঁচতে চাই না ভয়ের সুরে
খুঁজতে চেয়েছি ভোরের গানে
পাখিদের গাওয়া গানের সুর।।

২৬/০৯/২০১৯

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments