কবিতামা
কবিআব্দুল আহাদ আবিদ
বিষয়মৃত্যু
উৎসর্গমা
লিখার স্থানচকবাজার, চট্টগ্রাম।
লিখার সময়২৩ই মে,২০২৩
Review This Poem

কোনো এক ভোরে
ছড়িয়ে গেলো,
এক নিষ্ঠুর প্রতিধ্বনি।
আমি নির্বাক শুধু তাকিয়ে,
ঐ দূর আকাশে।
আমি হাঁটছি নিয়ে কাঁধে,
তোমারই শেষ স্মৃতি।
সে যেন এক নির্মম গন্তব্য
জ্যোতি হীন কিছু গতি।
তোমায় নামিয়ে দিলাম
এক ঘরে,
যাতে অন্ধকারের সৃষ্টি।
শেষ বিদায় দিলাম তোমায়,
সাথে বোবা চোখের বৃষ্টি।
তুমি নেই, আর নেই, জেগে নেই
আমার ধরণী।
তুমি নেই, জেগে নেই, আর নেই
আমার জননী।
মা………….

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments