কালান্তরের মৃত্তিকাভেদ করে একটি ফসিল অস্তিত্ব ঘোষণা করে চলেছে।
একটি অন্ধকার ছায়া এবং একটি স্বপ্নঘোর!
ফসিলটি জেগে উঠছে, খুব ধীরে ধীরে।
কিংবা সাইকোসিস!
ঘুটঘুটে অন্ধকার! কালো-হ্লুদ রঙ!
পৃথিবী কিংবা অন্যকোনো গ্রহাণুস্থিত কিছু শব্দতরঙ্গ বেজে চলেছে…
সে ফসিলটি ক্রমশ আরো এগিয়ে আসছে!
আমি কে? কোথায় থেকে এসেছি?
কোথাও কি আবার ফিরে যাবো কিংবা পুনরায় ফিরে আসবো?
মস্তিকে অনবরত;মহাজাগতিক কোনো শক্তি এসে ছিঁড়েখুঁড়ে খাচ্ছে আমাকে।
ঘুম ভেঙ্গে গেলে দেখি আমি একা,অন্য কিছু নেই, কেউ নেই!