কবিতাযাদুবিদ্যা
কবিত্রিদিব দস্তিদার
কাব্যগ্রন্থপোড়াবো তাজমহল
Review This Poem

তুমি ঘুমিয়ে পড়ছো ঘুমিয়ে পড়ছো
তুমি ঘুমিয়ে পড়ছো ঘুমিয়ে পড়ছো
তোমার চারপাশে এখন কালো মেঘ
সূর্য-ডোবার দিন
দূরে কালো হিমালয়, ঘুমন্ত মহানন্দা নদী
মহানন্দা জাগবে আবারো জলকাল্লোলে, কেলিতে
ভালোবাসা নামের অজস্র দেহলগ্ন ঢেউ-এ,
পলিমাটিতে, — কবিতার বীজ রোপণের মন্ত্রে
দেহ-ভূমির ওঠানামার উপত্যকায়
তৃষ্ণার সৌধ-শরীর নির্মাণে
অলীক গহবরে দেহ-কসরতের টানে, সাপ-ভঙ্গিমার সড়কে
কালো বিষ ছড়ানো ঘড়িহীন দিগন্তে
সময় যেখানে গলে যায় বার্গম্যানের হাতে
সময়কে অতিক্রম করতে পারোনি তুমি
সময় অতিক্রম করেছে তোমাকে বহুবার।

ঘুমের মধ্যে, না নেশা-ঘুম ঘুম কামার্ত তৃষ্ণার মধ্যে
কিংবা তোমার অস্তিত্বের একান্ত তৃষ্ণাগ্নির ছোঁয়ায়
তুমি ঘুমিয়ে পড়ছো ঘুমিয়ে পড়ছো
তুমি ঘুমিয়ে পড়ছো ঘুমিয়ে পড়ছো
আমার যাদুবিদ্যার হিমাগ্নি সম্মহনীতে,
না রতিক্লান্ত বেপুথ প্রেমিক-কুণ্ডে?

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments