অথচ তুমি না আসলে জানাই হতো না
ফাল্গুন থাকে প্রেমিকার চোখে।
তোমার ঠোঁটের বিষাদ বারান্দায়
প্রেমিকের বিদায় লেখা হলে
না জানি কতো সহস্র বুকে শোকের মাতম ওঠে।
আমাদের ভীষণ প্রেম পায় কেন বলতে পারো?
সেই ধরাবাঁধা শরীর,
বিষাদকে আলিঙ্গন করে
বিরক্তিকর সঙ্গম।
একটা অলকন্দা দেখে ভালো লেগে যাওয়া
কি অদ্ভুত!
আমাদের প্রেম পায় কেন?
কেন প্রেমিকার কোলে মাথা রেখে
বয়স হারিয়ে ফেলি!
এইসব তো ভালো লাগে না রোজ!
কেন প্রেম আসলেই
ফাগুনের দিনক্ষন মনে পড়ে?
প্রেম কিংবা তুমি
তোমাদের যে কেউ না আসলেই
এতো বিষাদ কিংবা সুখের ঝঞ্জাট ছেড়ে
চলে যাওয়া যেত কবেই।
আর ভাল্লাগে না,
আমার কিছু ভাল্লাগে না জানো।
এই হলুদ রাঙা বিকেল,
তোমাদের ফাগুন সন্ধ্যা থেকে
আমাকে ছুটি দাও এবার।
হারিয়ে যাই।
আমাদের ভীষণ প্রেম পায় কেন বলতে পারো?
সেই ধরাবাঁধা শরীর,
বিষাদকে আলিঙ্গন করে
বিরক্তিকর সঙ্গম।
তুমি না আসলে জানাই হতো না
ফাল্গুন থাকে প্রেমিকার চোখে।