এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি,
আমি প্রেমে পরি এক জোড়া কাঁজল চোখের।
ঠিক সন্ধ্যা বেলায় ঝুম বৃষ্টি হলে,
আমি দাঁড়িয়ে যাই নীল জানলায়।
আমায় অমন ভিজতে দেখে রেগে যাও তুমি,
ঠিক তখনি রাগ ভাঙ্গাতে হাতে তুলে নেই,
একজোড়া হলুদ কদম ফুল!
তোমার কাঁজল চোখ রাগ ভেঙ্গে লজ্জাবতী হয় ভালোবাসায়।
এই শহরের প্রতি বর্ষায় আমি প্রেমে পরি।
নীলা,
তোমার লাজুক চোখে তাকিয়ে,
এই শহরের প্রতি ধুলিকণায় আমি ভালোবাসার কাব্য সাজাই গভীর মমতায়।
প্রতি বর্ষায় আমি প্রেমে পরি।
প্রেমে পরি একজোড়া নিষ্পাপ কাঁজল চোখের,
যেই চোখ হাতে হাত রাখলেই প্রেমে পরে যায়।
চোখে চোখ রাখলেই ভোলে সব অভিমান!
2021-10-01