কৈশোর পেরিয়েছে বলে,
হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাবনা নিয়ে বসতে পারছি না তোমার সামনে।
তবু তুমি যখন লাল শাড়িতে
স্বভাব সুলোভ চঞ্চলতা লুকাও
আমারো মনে হয়,
বয়সে বন্দী সার্টিফিকেট পুড়িয়ে,
তোমার সাথে কিছু রাস্তা হেঁটে আসি,
তোমাকে নিয়ে উড়ি আমার ভালোবাসার আসমানে।
তোমার ঠোঁটের লাল আভায়
আমার আরো একবার কবিতাজন্ম হোক।
আমি জানি না,
কেন শাড়ি পড়লেই
তুমি কিশোরী থেকে রমনী হয়ে যাও!
তোমার সমস্ত উচ্ছলতা যেনো,
মুখ লুকায় লজ্জায় লাল হয়ে যাওয়া মুখে।
তুমি শাড়ি শাড়ি পড়লেই
আমি বয়স ভুলে যাই।
আমি ভুলে যাই,
চাইলেই প্রেম প্রেম নয়নে
তোমাকে বলা যায় না
তুমি আমার রক্তজবা হবে?
অতিথি পাখি হয়ে এসে
একটা স্নিগ্ধ পায়রা হয়ে বসবে
আমার মন আসমানে?
তোমাকে দেখলেই
আমি খুব প্রেমিক হতে চাই।
শুধু কৈশোর পেরিয়েছে বলে,
হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাবনা নিয়ে বসতে পারছি না তোমার সামনে।
তবু তুমি আমার রক্ত জবা হবে?