আপনি একটা কাঠ গোলাপের বনে,
সদ্য ফোটা রাজকুমারী ফুল।
কতোটা আরাধনায় আপনাকে পাওয়া যায়,
আপনাকে ছুঁয়ে ফেলা যায় প্রেমে
আমি জানি না।
আপনি হাসলে মনে হয়,
একটা নাগরিক জীবন
থমকে যায় আপনার ঠোঁটে।
আপনি হাঁটলে,
এই ভয়াবহতম শহর
যেন হয়ে যায় একটা কিশোরী নদী।
আমি জানি আপনাকে ছুঁয়ে ফেলা যাবে না কখনোই।
বুক পকেটে রাখবার ফুল আপনি নন।
তবু আমার কবিতায় আপনি আসুন।
আপনি বারবার ফিরে আসুন
বুকের মধ্যে না পাবার চিনিচিনে ব্যথা হয়ে।
আমাকে দিতে দিন কবিতার অঞ্জলি।
আপনার হাসিতে মৃত্যু হলে,
আমি হাসতে হাসতে মরে যাবো
আপনার চোখে।
আমি জানি আপনাকে ছুঁয়ে ফেলবার সাধ্য আমার নেই।
2021-07-05