রুহি চলো কিছু কান কথা বলি।
ফিশফিশিয়ে জানাই প্রেম।
আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে না জানো!
আমি কাউকে বলি না
তোমাকে পেয়ে আমি ভীষণ রকম খুশি।
যদি হারিয়ে যাও!
হারিয়ে ফেলতে ফেলতে
নিজেকে হারাবার শেষ বেলায়
তুমি যখন এলে
তখন আমার হারিয়ে ফেলবার ভীষণরকম ভয়।
আমি তোমার লাল বউ বউ ছবি বুকের কাছে রাখি।
ফিশফিশিয়ে বলি ভালোবাসি।
রুহি চলো কিছু কান কথা বলি,
চলো গোপনে,
খুব গোপনে লিখি
প্রেম!