কে সবচেয়ে ভালো?
******************
সুজিত কুমার ভৌমিক
********************
হাতিবাগানের সোনার ছেলে,স্বর্নভূষন চাকী,
সব দিকেতেই ভালো শুধু,পড়াশোনাতেই ফাঁকি।
পাড়ার কেউ মারা গেছে?স্বর্ণভূষণ তো আছে?
কারোর বাড়ি আগুন লাগলে সে আসবে কাছে।
হঠাৎ যদি রাত বিরেতে,হয়েছে হার্ট ব্লক,
স্বর্নভূষন ছুটে আসবে রাউন্ড দ্য ক্লক।
ওই পাড়াতেই থাকে আর এক,স্বর্নবরন রত্ন।
সব দিকেতেই খারাপ শুধু,পড়াশোনায় যত্ন।
তার রাশিতে সমাজসেবা?কথা একটি নগণ্য,
মানুষের মঙ্গল?কেন?করব কিসের জন্য?
নামটি তারও স্বর্ণভূষণ,স্বর্ণভূষণ মিশ্র।
কেউ কেউ বলে-‘ব্রাহ্মণ বাড়ির এ উজ্জ্বল দৃশ্য’।
একদিন হঠাৎ বন্যা হয়ে,ডুবল থইথই পাড়া।
বাঁচাও বাঁচাও বলে,মিলল না কোনো সাড়া।
মিশ্র দুলাল চেপে বসল,পাকা দোতালায়।
কাকিমা বলে-“মোর রত্ন,যাচ্ছে জলের তলায়।
ওরে স্বর্ন,সোনার ছেলে,বাঁচাও আমার দুলাল।
তুই যে মোদের এ পাড়ারই একমাত্র লাল”।
“পাগল নাকি?”যাব না আমি,বল অন্যজনে,
হয়ত আসবে বাঁচাতে তোমায়,তোমার কথা শুনে।
এমন সময় তির কান বেগে,ছুটে এল চাকী।
কোলে দিল বাচ্চা তুলে,এ কেমন দৃশ্য?এ কী!
সবাই এবার বুঝে গেল,কে সবচেয়ে ভালো?
পড়াশোনা আসল নয়,সমাজ সেবাই আলো।