বাংলা কবিতা, মানুষের মানচিত্র ১৬ কবিতা, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ - কবিতা অঞ্চল
4.6/5 - (16 votes)

কোন কি প্রার্থনা নেই? কিছুই কি চাওয়ার নেই বিশ্বাসের কাছে? সংসার বিরাগি যেন একতারা হাতে এক বেভুল বাউল, কি সাধে নিয়েছো তুলে মাটি থেকে মানবিক আকাংখার মূল? আছে, আছে, তোমারো রক্তের স্রোতে বাসনার ব্রেনোজল আছে।

তোমার অরন্যে আছে অপরুপ স্বপ্ন-আঁকা চিতল হরিন। তন্দ্রাতুর হরিয়াল ডাকা ফাল্গুনের রাত। শাদা খরগোশ। তোমার কিনারে আছে পাললিক নোনাজল, জলের পরশ, সরল শিশিরে ধোয়া সোনালিম শস্যময় হেমন্তের দিন।

তোমার পরানে আছে বাঘের থাবায় এক আহত হরিন- বাঘে-ধরা পাঁজরের ক্ষতে তার মাংশ পচে, জন্মে নীল পোকা, শীতল ব্যাথায় বাঁধা হরিনটি বোঝে নাই অরন্যের ধোকা, এখন আপন মাংশে পচনের বৈরী বিষ ওঠায় সঙ্গিন।

কিছু কি প্রার্থনা নেই? তোমার আঁধার দ্যাখো তোমাকে ভাষায়। তাবৎ আলোর মধ্যে এক কনা অমা থাকে পচনের বিষ, দিনে দিনে বাড়ে ক্ষত, পোকা জন্মে, জন্মে কালো আঁধার-পুরীষ। তোমার আঁধার রাখে তোমাকে জড়ায়ে ওই তোমার খাঁচায়।

তোমার জীবন শুধু তোমাকে তাড়ায় বন্দি তোমার জীবনে। নাওখানা বাঁধা থাকে খেয়াঘাটে মাঝিহীন অপর বেলায়, দুটি পাড় শূন্য চোখে ভাসে যেন কূল-ভাঙা গাঙের ভেলায়- আহত হরিন এক পচা মাংশে নীল পোকা তোমার পরানে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments