কবিতাস্বাধীনতার সুখ
কবিরজনীকান্ত সেন
বিষয়স্বাধীনতা
4.2/5 - (60 votes)

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই-
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে- “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”
____

উপদেশ-পরের অধীন পরের বাড়ীতে বাস করার চেয়ে স্বাধীন-
ভাবে নিজের কুঁড়ে ঘরে বাস করা ঢের ভাল।

Share
guest
4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
কৃষ্ণ চন্দ্র চাকমা
কৃষ্ণ চন্দ্র চাকমা
2 months ago

সঠিক।

SUNIT RAKSHIT
SUNIT RAKSHIT
8 months ago

Full poem ta paoa jba??

কৃষ্ণেন মুখার্জী
কৃষ্ণেন মুখার্জী
9 months ago

দারুণ লেখা। কতদিন আগে লেখা। ধ্রুব সত্য কথা। স্বাধীনভাবে সৎ উপায়ে বেঁচে থাকার থাকার চেয়ে বড় কিছু হতে পারে না। কবি রবি ঠাকুরের কথায় – নীড় ছোটো ক্ষতি নেই, আকাশ তো বড়-

জলি
জলি

অসাধারন কবিতা