মাঝরাতে ঘুমন্ত চোখে ক্ষ্মীণ মেঘের ডাক,
তীব্র আকাঙ্খার বাসনালয়ে তোমার আভির্ভাব।
সাদাকালো আলোকচিত্রে যেন তোমার প্রতিচ্ছবি,
রূপকথার জগতে যেন আত্মহনন করেছে সর্বহারী!
আত্মতুষ্টির গভীর চিন্তায়,
সংশয় মাখা সারাবেলা,
গভীর রাতের প্রেমের গল্পে যেন রচিত হয়েছে,
সাহিত্যের প্রেমময় রচনা!
তুমি সুন্দর, তুমি স্নিগ্ধ,
তুমি হারানো প্রেমের মৌনতা!
মনে থাকা নির্লিপ্ত কণ্ঠে,
প্রেমের অভদ্র সুর বাঁধা!
আলো আঁধারীর খেলার ছলে,
ছেলেখেলা তোমায় পাওয়া।
মদে আচ্ছাদিত মাতাল রূপে,
তোমায় খুঁজে পাওয়া!
মেঘের দলের শহরে হারিয়ে যাবো আমি,
শেষ বিকেলের গোধূলিতে রক্তজবার প্রতিচ্ছবি!
তোমায় হারানোর বেদনার ক্ষয়ক্ষতি সীমাহীন,
জীবন্ত থাকার নির্লিপ্ত সহমান!
আবহমান মেঘের প্রান্তের,
অবাধ্য প্রেম বিদ্যমান থাকে চিরকাল!
2022-03-09