4.2/5 - (6 votes)

প্রিয়তমা, তুমি আমার চোখে একমাত্র সুন্দরী নারী,
যার জীবনের সূত্রপাত ঘটে সূর্যমুখী ফুলের প্রেমালয়ে!
ভালোবাসার সুগন্ধি ছড়িয়ে পড়ে,
বিষন্ন দুপুরের মৃদুল বাতাসে!
আত্মহননের গ্লানি খুঁজে বেড়ায়,
প্রেমালয়ে থাকা প্রেমিকার চুলের স্নিগ্ধতায়!
জাহান্নামে থাকা পাপীর দল শাস্তি পায় প্রতিবারে,
ভালোবাসার গানে প্রেমের স্লোগান বেজে উঠে কর্ণিয়ার অভ্যন্তরে!
মস্তিষ্কের নিউরনে তোমার অস্তিত্ব আজও বিরাজ করে,
মদ্যপায়ীদের মনে আসক্ত দেবতা শুধু তোমারই কথা বলে।
প্রিয়তমা, তোমার বুকের মাঝে আমার ঠাঁই হোক,
বিদ্রোহের মিছিলে প্রেমাসক্ত কবিদের কবিতায় তোমার নামটি উঠুক!
প্রিয়তমা, তোমার পিঠের স্নিগ্ধতায় আমার মরণ হোক,
তোমার চুলের সুগন্ধি শরীরে মেখে আমার মন নেশাগ্রস্থ হোক!
আরবের বুকে জন্ম নেওয়া মসজিদে নাহয় আমাদের প্রেমের জিকির হোক,
চাইলে হিন্দুস্থানের প্রতিটি মন্দিরের পূজাঘরে তোমার আমার প্রেমের কীর্তন হোক!
প্রিয়তমা, তোমার দেহের উষ্ণতায় আমার দেহ জ্বরে আক্রান্ত হোক,
তোমার নিষ্পাপ মনের মন্দিরে নাহয় আমার সমাধি হোক!
নাহয় কোন একদিন তুমি চলে যেও আমায় একা করে,
তবুও তোমার স্মৃতি রেখে যেও আমার কবিতার ছন্দে।
যে কবিতা পাঠ করবো আমি প্রতিরাতে,
জলন্ত সিগারেটের আগুনে বুক পুঁড়বে আমার প্রতিবারে!
নেশাগ্রস্ত এ মন তবুও তোমাকেই চাইবে,
ভালোবাসার স্মৃতি মনে করে নাহয় আমি আত্মহনন করবো তোমার প্রিয় মসজিদে!
তবুও তোমার স্মৃতি আমার কবিতার ছন্দে রচিত থাকবে চিরন্তন,
যা পাঠ করে অশ্রুসিক্ত হবে তোমার আমার বিশ্বাসে জন্ম নেওয়া কাল্পনিক ঈশ্বরের দু নয়ন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments