বাংলা কবিতা, কথোপকথন – ১৪ কবিতা, কবি পূর্ণেন্দু পত্রী - কবিতা অঞ্চল
কবিতাকথোপকথন – ১৪
কবিপূর্ণেন্দু পত্রী
কাব্যগ্রন্থকথোপকথন
4/5 - (5 votes)

– দেখ, অনন্তকাল ঝিঝি পোকার মতো
আমরা কথা বলছি
অথচ কোনো কথায় শেষ হল না এখনও।
একটা লাল গোলাপের কান্নার গল্প
শোনাবে বলেছিলে
কবে বলবে?

– চলো উঠি। বড্ড গরম এখানে।

– দেখ, অনন্তকাল শুকনো বাঁশপাতার মতো
আমরা ঘুরছি
অথচ কেউ কাউকে ছুঁতে পারলুম না এখনো।
একটা কালো হরিনকে কোজাগরী উপহার
দেওয়ার কথা ছিল
কবে দেবে?

– চলো উঠি। বড্ড ঝড়ঝাপটা এখানে।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments