তুমিতো শুধুই আমার তুমি,
বৃষ্টির দিনে তুমি, শীতের সকালে তুমি।
যখন করি তপস্যা তপ্ত দুপুরে, তখনও তুমি আমার তুমি।
পাইনি অধিকার তোমাকে ছোবার, তবুও তুমি আমার তুমি।
এখনো আমার ঠোঁট কাপে, তোমার ঠোঁট দুটো আকৃষ্ট করে,
তবুও তুমি আমার তুমি।
এখনো হয়নি পাওয়া সে সুখ,
যে সুখে তোমার কপালে করবো চুম্বন।
তবুও তুমি আমার তুমি।
তোমার দুগালে দিয়ে হাত, ডুবে যাবো আঁখি যুগলে,
সেও তো আজ পরিকল্পিত কল্পনা।
তবুও তুমি আমার তুমি।
ইচ্ছে ছিলো তোমার সঙ্গে লিপ্ত হবো, চিরতরের ভ্রমর হবো, মধুচন্দ্রিমায় রাত কাটাবো।
সেসব আর হলো কই!
তবুও তুমি আমার তুমি।
তোমার শাড়ির প্রতিটা ভাঁজে,
ভালোবাসা যে লুকিয়ে আছে।
তা দেখার বড্ড স্বাদ ছিলো।
সে স্বাদ আর মিটলো কই!
তবুও তুমি আমার তুমি।
কতো স্বপ্নে তোমার উরুতে মাথা রেখে করেছি গল্প,
সেসব রাত এখন গেলো কই।
তবুও তুমি আমার তুমি।
নিজো হৃদের বাতাসে চুল শুকানো দেখার অভিপ্রায় ছিলো, ছিলো চুলের ঘ্রাণে উন্মাদ হওয়ার আশা।
যাইবলি, শুধুই তুমি আমার তুমি।
খোলা চিঠিতে ডাকপিয়নও যে হতবাক।
ঠিকানা যে শুধু তুমি আমার তুমি।
অনেক কথাই বলবার আছে, যদি তুমি আসো এই তুমির ঘরে, শুনে নিয়ো সংগোপনে, অপেক্ষায় থাকবে তোমার তুমি, যতদিন অপেক্ষায় রাখবে।