এসো বেঁচে থাকি
যতই হাঁটছি মৃত্যুর কাছেই যাচ্ছি- সু-উচ্চ হিমাদ্রি প্রশান্ত মহাসাগর আমাজন অরণ্য সাধ্য নেই রুখে সেসম্পূর্ণ
যতই হাঁটছি মৃত্যুর কাছেই যাচ্ছি- সু-উচ্চ হিমাদ্রি প্রশান্ত মহাসাগর আমাজন অরণ্য সাধ্য নেই রুখে সেসম্পূর্ণ
আমি যখন কবিতা লিখবো বলে ভাবি তখন তোমাকেই খুঁজি কখনও শান্ত আকাশ শরতের ছেঁড়া ছেঁড়াসম্পূর্ণ
বিভাকরে বিভাসিত বহ্নি; বিদূরিত বিভাবরী কাননে কূজন কলরব; কুহুরবে কাদম্বরী । বসন্ত বিহারে বেশ ব্যস্তসম্পূর্ণ
সালাম দাদা সালাম ( সালাম তো নয় দিলাম….) আসুন, এসে বসুন (ফেরার গাড়ি ধরুন) কি সুভাগ্যসম্পূর্ণ
বিযুক্ত হয়েই মুরগীটা গা ঝাড়া দিয়েই……দে ছুট্; মোরগটা অচেনা এখন ঝুটিওয়ালা মোরগটাও তাই…..একই ; পালসম্পূর্ণ
এই এলো বুঝি- মিছে খোঁজাখুঁজি তরতর করে ধায় সময়ের তরী। শুধু গড়া গড়ি নাই কোনসম্পূর্ণ
এখন যখন কাউকে প্রশ্ন করি- কেমন আছেন? কেমন আছো তুমি? মনটা আমার চায় যে শুনতেসম্পূর্ণ