শীত গেল আসল বসন্ত
পাতা ঝড়া গাছে নবজাগরণ
দুঃখ কষ্টও চলে গেল জীবনের নিম্নচাপে,
নাতিশীতোষ্ণ হাওয়ায় মনোমুগ্ধকর ফুল
হবে কৃষ্ণচূড়া আগমন। সম্পূর্ণ

রাস্তার প্রতিটা দেয়ালে কবিতা হতো
প্রেমিক তার প্রেমিকার; সম্পর্কের বিচ্ছেদ বহুদূর
নীল শাড়ি পরে কেউ পার্কে ঘোরে; প্রেমিকেরা পাঞ্জাবি
দামি রেস্টুরেন্টের বদলে পার্ক
ছোলা বুট আর বাদাম চলে।সম্পূর্ণ

কেউ ভালো নেই। নেই সাধারণ থেকে অসাধারণ
নেই রাজা থেকে রাজনৈতিক ; ভালো নেই ভিক্ষুক
দশ তালা ফ্লাটের মালিক। রোদ! কাউকেই ছাড়েনা।
শুধু এসির নিচে বসে লাট সাহেব জানেনা; রোদের কি জ্বালা।সম্পূর্ণ

বেঁচে থাকার আকুলতায়
পথ হতে ঘাটে
নদী ও নদে; সিমেন্টের বিষাক্ত দেয়াল
অথবা প্রেমিকার মনে গজায় শিকর।
শুধুই সামান্য ঠাই চাই
এক বিন্দু বাসযোগ্য যায়গা চাই
চাইনা আর কিছু নিজের অস্তিত্ব ছাড়া।সম্পূর্ণ

আমি অবুঝ মানব সারাজীবনই করেছি ভূল
স্বভাবে স্বজ্ঞানে ও আবেগে; তাই ভূল হতে বাঁচতে শেষ ভূলকেই করব কবুল
তাই এই শেষ রাতে স্বপ্নগুলো ছিঁড়ছি অবিরত
নিচ্ছি বিদায় তুমি তোমার তাদের থেকে,
কিছু ঋণ রেখে গেলাম সবার তরে, মনে রেখো এই অবুঝ চণ্ডালকে
মনে থাকাই যে আসল বাঁচা এ অধমের কাছে।সম্পূর্ণ

রৌদ্রত্তাপে জীবন যখন ক্লান্ত; ঘামের সাথে বেরোয় হাহাকার
দিক বিদিক সব পথিকের কপালে ঘাম; মাথায় কত ভার
সকালে ঘুম থেকে উঠে এই রোদে পরিবারের দিক চেয়ে বাড়িয়ে পড়া
প্রচন্ড গরমেও চুলোয় হাত, পরীক্ষা; মিটিং মিছিল
কেউ ভালো নেই। নেই সাধারণ থেকে অসাধারণ
নেই রাজা থেকে রাজনৈতিক ; ভালো নেই ভিক্ষুক
দশ তালা ফ্লাটের মালিক। রোদ! কাউকেই ছাড়েনা।
শুধু এসির নিচে বসে লাট সাহেব জানেনা; রোদের কি জ্বালা।সম্পূর্ণ

আজ বিনিময় প্রথার হাজার কোটি বছর;
বারবার ভূলে গিয়ে একপাক্ষিক হয়ে যাই
তাই আইনি নয়; মনের কারাবাসে পচে গলে যাচ্ছি রোজই
সে আমার এমন প্রিয়তমা; যার প্রতি কাম লোভ লালসা আসেনা
তবে কিসের ভালোবাসা? কেন ভালোবাসি? বার বার ফিরে চাই?সম্পূর্ণ

এ যেন অসীম এক পথ, জীবনের শেষ কই
কত যুদ্ধের পর ঘুম হবে অসীমের
কত দিন, আর কত কাল
অভিনয় করে যাই হাজার ভীরে
যেন এক সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা আজ একা
অপেক্ষায় অসীম ঘুমের।সম্পূর্ণ