অশ্লীল নরক
2024-04-08
তবে কোন একদিন
সব কিছু ছেড়ে, ভেঙ্গেচুড়ে
তোমার মোহমায়ার, মোহ কাটিয়ে
অশ্লীল নরকে চলে যাবো…সম্পূর্ণ
সিগারেট ও তুমি
2024-04-05
সিগারেটের ধোয়াটা যেমন ঝাপসা
তেমনি এখন তোমার মুখচ্ছবিটা
হয়ে যাচ্ছে বড্ড ঝাপসা।সম্পূর্ণ
ভালোবাসা বেঁচে থাকুক
2024-04-02
যাকে কোন দিন
ফেরাতে পারবো না ভেবেছিলাম
সেদিন তাকেই ফিরিয়ে দিলাম
আবার তাকে পাবো জেনেও।সম্পূর্ণ
সর্বনাশা ভালোবাসায়
2024-03-27
আকাশটাকে যদি কখনো ভাঙ্গতে চাই তবে ব্যাপারটা কেমন হবে? যদি বা ভেঙ্গেই ফেলি তবে কিসম্পূর্ণ