আঁধারের যাত্রী
2023-02-06
ও মন ! কেমন করে রবি তুই একলা বিজন ঘরে ।
একদিন রবে না কিছুই যে ।
এই মাটি, এই ধূলি যে লাগবে নে তোর আর চরণের উপরে ।
ও মন ! তুই তো আলো হারা আঁধারের যাত্রী ।
কাঁদিয়া ফিরিবে যে তোর তরে রাত্রী ।সম্পূর্ণ
ভেঙ্গে চূর্ণ হয়ে যাক না ? তোর অহংকার সব ।
2022-12-15
ভেঙ্গে চূর্ণ হয়ে যাক না ? তোর অহংকার সব ।
কীসের এতো রে তোর কলরব ।সম্পূর্ণ
এ কোলাহল মাঝে
2022-10-18
এ কোলাহল মাঝে কী ? —
আমার নিস্তব্ধ ছন্দ স্থান পাইবে ।
এ কোলাহল মাঝে কী ? —
তোমার মনে আমার প্রেম জাগিবে ।সম্পূর্ণ