তোমরা আমাকে আটকাতে পারবে না

তোমরা সিরাজ উদ্দৌলাকে আটকাতে পারো নি।
তোমরা বীর তিতুমীরকে আটকাতে পারো নি
তোমরা মঙ্গল পান্ডেকে আটকাতে পারো নি।সম্পূর্ণ

ও মন ! কেমন করে রবি তুই একলা বিজন ঘরে ।
একদিন রবে না কিছুই যে ।
এই মাটি, এই ধূলি যে লাগবে নে তোর আর চরণের উপরে ।
ও মন ! তুই তো আলো হারা আঁধারের যাত্রী ।
কাঁদিয়া ফিরিবে যে তোর তরে রাত্রী ।সম্পূর্ণ