আমি ঘুমিয়ে আছি….
রোজকার মতোই একটা ঘুমে।
তবে আজ সকালে মা আর
ডাকেনি আমায়,বকেনি আমায়।
পাশের বাড়ির দুধের ঘাটতি থাকা বাচ্চার তীক্ষ্ণ
অসহনীয় কান্নাও আজ আর কানে এলনা।
আজ স্বপ দেখছি শুধু নিজেকে নিয়ে !
সম্পূর্ণ

অকারণের অভিমানে
কাঁচ গায়ে আজ বৃষ্টি নিরন্তর ।
ভাবি তুমি শীতের শেষে
পাতা ঝরা মোর বৃষ্টি ভেজা ঘর।।

হালকা দোলায় দোলে
তবু সে দোলনচাঁপাই চায় ;
আবার নিশী কোকিল ভালোবাসে
কাকের বাহানায়।সম্পূর্ণ

সে বসন্তের পাতার
পত্র ঝলসে গেছে,হয়ত
কোন তৃতীয় কারোর আঁচে।।
এ বসন্তে প্রেম
উষ্ণ মহামারী হয়ে আসুক,দেখি
তোমার অভিযোগেরা কিসে বাঁচে!সম্পূর্ণ

অকাল মৃত্যুর রক্তের রং
বড্ড লাল ,বড্ড উষ্ণ,বড্ড মাতাল।
মিশকালো পিচ গলা রাস্তায় মিশলেই
চারিদিকে কেমন মানুষ মানুষ গন্ধ আসে।
আর উষ্ণতা গলিয়ে দেয়
সব সম্পর্কের বেড়াজাল।সম্পূর্ণ

সূর্যমুখী🌻
তোমার মনে আছে!
ঠিক কত বছর বয়সে
তোমার জন্ম হয়েছিলো?
কে তোমার জন্মের জন্য প্রকৃতির কাছে আবেদন জানিয়েছিল,
এক নিতান্তই ফ্যাকাসে কালো রাতে!
সম্পূর্ণ

লক্ষ্মী এলো
মায়ের বেশে,
পূর্ণ হোলো
ধাম!

কন্যা বেশে ও
আসলে পেতে,
ধার্য মূল্যে
দাম।

কন্যা হলে
শ্রীর বাড়া।
মা হলেই
ভান্ডার।

স্বরসতী
গয়াবাসী,
জলে ভাসা
চামরা ছাড়া
গণ্ডার।সম্পূর্ণ