প্রখররোদের পর পাখিরা নীড়ে ফেরার কথা বলছে
আর আমি দেখছি
একটা শুঁয়োপোকার আস্তে আস্তে প্রজাপতি হয়ে যাওয়া।
মনে হলো পাশের বাড়ির অপরাজিতা দেয়াল টপকে এসে পড়েছেসম্পূর্ণ

মনে হলো সেই লোকটার হৃদয় স্বচ্ছ, বহুদূর থেকে শূন্যতার বিস্তার দেখা যাচ্ছে, সচ্ছ অথচ গভীর।
আসলে সেখানে অদ্ভুত নীরবতা ছাড়া আর কিছুই যেন নেই,
প্রবালের ভেতর চাঁদে আলো যখন নীলচে-সবুজ হয় ফিরে আসে
চুপিসারে সেই আলোয় দেখলে মনে হয় তার গভীরতার আন্দাজ করা যাবে।
অনেকটা জীবনানন্দের কমলালেবু হয়ে ফিরে আসার মতো হয়তো।সম্পূর্ণ

না কিংবা খাচায় আবদ্ধ জীবনে পাখির ডাক বলতে যান্ত্রিক অ্যালার্ম ই বন্দিদশা।
রঙিন কাচে যখন ভোরের আলো পড়ে তা কি অদ্ভুত হলদে,যেন কেউ এ শহর কে হলদেটে মাখনরঙা চাদরে ঢেকে দিতে চাইছে ,তবে বিধিবাম
শহর জেগে ওঠে! সম্পূর্ণ

আমি মূলত নীল তিমি হতে চয়েছিলাম,
বিশাল সাগরে ঘুরে দেখতে চেয়েছিলাম
সাগরে কোনো দুঃখ আছে কিনা,
বিষাদ কি সাগর ক্লান্ত হয়ে পড়ে তীরে বসে থাকা
সেই বৃদ্ধের মতো?সম্পূর্ণ