পাব্লিক বাস কিংবা লেকচারের চেয়ার,
নিঃসঙ্গ ব্যালকনিতে হতে শোরগোলের মাছবাজার।
সবখানে অজস্র অসুখী মুখেরা
হাসির ইউনিফর্ম পরে মিথ্যে বলতে গিয়েহৃদয়ের কাছে ধরা খেয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
সম্পূর্ণ

রাতের মানচিত্র ভেসে গ্যাছে চূর্ণিত হৃদয়সারির ক্রন্দনে। প্রেমের বদলে অধিকাংশ হৃদয়গুলো হয়েছে পাঁচমিশালি দুঃখের শোকেজ।

সম্পূর্ণ

আমার ইচ্ছে করে
সব ভালোবাসা নিংড়ে দেই মুহাম্মাদের তরে
আর আমার কন্ঠ য্যানো ফেটে পড়ে
দুরুদের উপরে
আমার ইচ্ছে করে
দুরুদ বাজায়া দিই পৃথিবীর সব মিনারে!সম্পূর্ণ

তোমাকে অপরাধী বলবার মতো দুঃসাহস
আমার হয়ে উঠবেনা কোনোওদিন।
তুমি তো আজন্ম নিষ্পাপ।
তুমি তো ফিরদাউসের ফুল।
সম্পূর্ণ

তোমাকে ভাবি কারণে অকারণে,
সময়-অসময়ে, সবখানে।
তোমাকে জপি সারাক্ষণ।
ভোররাতে
ঘুমচোখে হাটতে হাটতে পড়তে থাকা সবকের মতোন।

সম্পূর্ণ

আমার ও তো ইচ্ছে করে
তোমাকে জড়িয়ে ধরে সব বলি অভিমানের সুরে।
তোমার অনুপস্থিতিতে
আমার বুকে নরকের ফুলকিরা যুদ্ধ করে।
আমি শুধু কেঁদে বেড়াই,
না খেয়ে ঘুমোই, মাদ্রাসা থেকে বাসায় ফিরে।সম্পূর্ণ

খোদার নারাজি ভেঙে ফেলি দু একটা সিজদায়।
খোদার আরশে মায়া পোছাতে গিয়ে আসমান ও ফাটাই।
কতো বড় পথ তোমার হৃদয়ের?
তোমাকে পেতে গ্যালে কাদঁতে হবে
আর কতো হাজার সিজদায়।?
কতো রাতের শরীরে
ইনসমনিয়া আঁকলে তোমাকে পাওয়া যায়!সম্পূর্ণ

ক্যানো
জীবনের শরীরজুড়ে স্মৃতি আঁচড়ে পালিয়ে গ্যালে
আমার সব সুখেদের বেধে নিয়ে গ্যাছো ওড়নার আঁচলে
আমাকে মুছে ফেলে
অধিকার আকঁছো কার কপালে….সম্পূর্ণ

আমার ইচ্ছে করে আট বছর বয়সে ফিরি
হোস্টেলের গল্প শোনাতে শোনাতে
আবার!
জায়নামাজে বসে থাকা মায়ের কোলে ঘুমিয়ে পড়ি।
সম্পূর্ণ