আমি স্কেচ করতে চাই সেই সুন্দর মুখচ্ছবির
চোখের ভ্রু গুলো, চোখের পাপড়ি, আইসেড
চোখের নিচের বয়সের ছোপ,
কপালের টিপ, নাকের নাকফুল,
কালো রেসমি চুল, সাথে খোপায় গাঁধা ফূল ‍
সবকিছু আঁকি মনের মতো।সম্পূর্ণ

তোমার চলে যাওয়ার কষ্ট কমাতে চাইলে
কাঁদতে চাই অনেক অনেক,
কিন্তু পুরুষরাতো কাঁদে না,
তবু ও চোখে জল আসে
তোমাকে আর দেখতে পাব না বলে।সম্পূর্ণ

মানুষ জীবনে সব কিছুতো পাওয়া হয় না।
কিছু মিষ্টি আবেগ, মধুর স্বপ্ন মাখা অপরাজিতাকে পাবো না, তাতে কি?
তাকে না পাওয়ার দু:খের মাঝেও পাই কিছু সুখ স্মৃতি
তাই একটা অপুর্ণতা না হয় মনের ভেতর জমা থাক।সম্পূর্ণ

দু:খ দেয়ার জন্য হলেও একটু ভালবাসা দাও
ছলনা করে হলেও দাও
আমিযে তোমার ভালবাসার খুবই কাঙ্গাল
দেবে কি আমায় কিছু দু:খ ভালবেসে দুরে চলে যাওয়ার দু:খ।
সম্পূর্ণ