আমি আকাশ দেখিনা শুধু তোমাকেই দেখি
আমি পৃথিবীর দেশ দেশান্তর দেখতে চাই না শুধু তোমাকেই দেখতে চাই । আমি আকাশ দেখিসম্পূর্ণ
কেউ বেশি দিন মনে রাখে না
এই শীতে স্নো-ফল পড়ুক আর না পড়ুক
প্রতিদিন পড়ে আমার মনে
আমি তাতে অবগাহন করি
শুধু তোমার কথা ভেবে।সম্পূর্ণ
বুকটা ছিঁড়ে দেখে নিও
কখনো মরে যদি যাই আমি
বুকটা ছিঁড়ে দেখে নিও
পুরোটা হৃদয় জুড়ে
আঁকা আছে শুধু অপরাজিতার ছবি।সম্পূর্ণ
হ্যালুসিনেশন
ভ্যানকুভারের পাহাড় কিংবা নদী
সবুজ ঘাসের লনের মাঝেও যদি
মিশে যেতে চাই আমি
শুধু তোমার দেখা পেতে। সম্পূর্ণ
যে শহরে তুমি নেই
আমি ও চলে যাবো সেই শহর ছেড়ে
দুরে অন্য কোন শহরে
যে শহরে তুমি নেই।সম্পূর্ণ
আমি বাঁচি এক বিমুর্ত জগতে
আমার তো একটাই আকাশ যেখানে আমি বাঁচি এক বিমুর্ত জগতে
সেটুকুন আকা্শও তুমি যদি নিয়ে নাও, আমি স্বপ্ন দেখব কি নিয়েসম্পূর্ণ
কাঁদতে চাই অনেক অনেক
তোমার চলে যাওয়ার কষ্ট কমাতে চাইলে
কাঁদতে চাই অনেক অনেক,
কিন্তু পুরুষরাতো কাঁদে না,
তবু ও চোখে জল আসে
তোমাকে আর দেখতে পাব না বলে।সম্পূর্ণ
নিজেকে নিজেই প্রশ্ন করি
মানুষ জীবনে সব কিছুতো পাওয়া হয় না।
কিছু মিষ্টি আবেগ, মধুর স্বপ্ন মাখা অপরাজিতাকে পাবো না, তাতে কি?
তাকে না পাওয়ার দু:খের মাঝেও পাই কিছু সুখ স্মৃতি
তাই একটা অপুর্ণতা না হয় মনের ভেতর জমা থাক।সম্পূর্ণ
তোমার জন্মদিনে
আজ তারারা খসুক, জোনাকী উড়ুক
প্রজাপতি নাচুক মন খুলে
আনন্দের জোয়ার ভেসে যাক মনে মনে
শুভেচ্ছা ও ভালবাসা জানাই তোমার জন্ম দিনে।সম্পূর্ণ
দেবে কি আমায় কিছু দু:খ?
দু:খ দেয়ার জন্য হলেও একটু ভালবাসা দাও
ছলনা করে হলেও দাও
আমিযে তোমার ভালবাসার খুবই কাঙ্গাল
দেবে কি আমায় কিছু দু:খ ভালবেসে দুরে চলে যাওয়ার দু:খ।
সম্পূর্ণ