নির্দয় পিশাচ
গোধুলি তন্দ্রাঘোরে সূর্যাস্তের দেয়ালে কার ছায়া পড়েছে?? তুমি কি সেই হারিয়ে যাওয়া প্রেম? নাকি ঝোড়োসম্পূর্ণ
সভ্যতার ছদ্মবেশ
অভ্রান্ত আদ্র স্ট্যাটাসসমগ্রের গায়ে ময়লা জমে শ্যাওলা শুষে নেয় ইতিহাসে শ্রেষ্ঠ ধর্মযাজক কতো মহালয়া অভিব্যক্তসম্পূর্ণ
তখনও জেগে ছিলাম
আমি তখনও জেগে দেখেছি আকাশ তোমার চোখদুটো যখন উচ্ছল কালো মেঘে মেঘে ঢাকা প্রভাতের লালসম্পূর্ণ
মনুষ্য দেবতা ও সমাজ
রক্তাক্ত জখম দু’হাতে চেপে ঢেকে অন্তীম যৌনতৃপ্তি নিয়ে নুয়ে পড়ে মনুষ্যত্ব দেবতার পিশাচ তীব্র ঝাপটাসম্পূর্ণ
স্বাধীনতার ডাক
ডাক দিয়েছিলো সেযার যা আছে তাই নিয়ে এসোমুখের ভাষা মুক্ত করবোপ্রাণ যদি লাগে দিবো।সম্পূর্ণ
তোমার হবো বলে
আমি আকাশ পাঠিয়েছিলাম তোমায়তোমার প্রিয় নীল হবো বলেতুমি ভাসবে ডানা মেলে হলুদ আভায়তাই সন্ধে জমিয়েছিসম্পূর্ণ
ভাবিনি শেষটা এমন হবে
ভাবিনি শেষটা এমন হবে দুটি মন কাছে এসে দূরে কোথাও হারিয়ে যাবে ভাবিনি জীবনটা এভাবেই থমকে যাবেসম্পূর্ণ
সেদিন সন্ধ্যায়
সে দিন সন্ধ্যায় আমি ফিরে এসেছি তোমার কাছ থেকে।একবুক শূন্যতা নিয়ে ফিরে এসেছি এই পথসম্পূর্ণ
ধুলোমাখা পথ
আমি এই লুকোচুরি খেলায়নেমেছি মিথ্যে অভিনয়ে।ভুল কোনো পথের বাঁকে দেখিছি একলা নির্জনে।আমি সব ভুলেসম্পূর্ণ