প্রিয়তমা রাষ্ট্র
আমার পেটে বিধ্বংসী ক্ষুধা
প্রিয়তমা রাষ্ট্র—
তোমাকে খাওয়া যায় না
কবিতাও না
তাই আমি—
দিন খাই সারা রাত জেগে।সম্পূর্ণ
আমার পেটে বিধ্বংসী ক্ষুধা
প্রিয়তমা রাষ্ট্র—
তোমাকে খাওয়া যায় না
কবিতাও না
তাই আমি—
দিন খাই সারা রাত জেগে।সম্পূর্ণ
সৈকতের যুবতি, খোলা চুলে প্রেয়সী
যার চুলে লেগে আছে স্বয়ং সমুদ্রের পানি
বালুকণা রোদে চমকায় দুপুরে
যার প্লেটের অর্ধেক ভাত খায় কুকুরেসম্পূর্ণ
সবেকার কবেকার
গোধুলীর মত একাকার
সব নীল পাখি ছেড়ে দাও
খুলে দাও হ্নদয়ের যত খাঁচা
তোমার চিবুকে হেলে পড়া
সোনালি চুলের মত
একা বৃষ্টি নেমেছে শহরে।সম্পূর্ণ
নিজেকে হত্যা করলে যদি যেতে হয় নরকে
তবে ঈশ্বর, আমার শক্তি দাও বেঁচে থাকতে
এই পৃথিবীর নরকে।
এখানে পুঁড়িয়ে আমাকে এমন শক্ত করে দাও
যেন আর কোন নরকের আগুন আমাকে
পোড়াতে না পারে।
ঈশ্বর, তোমাকে বোঝার শক্তি দাও।সম্পূর্ণ
তোমারে না পাওয়ার যে ক্লান্তি
এত ক্লান্তি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরেও পায় না
_আমার কোন দুঃখ নেই
_কারন দুঃখের কাছেও তুমি নেই।সম্পূর্ণ
চলে যাও, যত দূরে যেতে চাও ফিরে এসো না, কেউ ফিরে আসেনি এই পথে; আমাকেসম্পূর্ণ