মনখারাপের গান
এ যেন চন্দ্রগ্রহন;এ যেন সূর্য্যিগ্রহন;এ যেন নিভে যাওয়া দ্বীপ;এ যেন ফুয়েল শূন্য প্রদীপ!! এ যেনসম্পূর্ণ
সপ্তবিংশতি
সপ্তবিংশতি তোমাকে পেয়েছিহয়তো আমার অবেলায় ;তোমাকে দেখেছি সপ্তর্শে, অষ্টাদশে;কতটা নিষ্পাপ,শুভ্র আর সরলায়।। সপ্তবিংশতি এখনো তুমি কৈশরী, সম্পূর্ণ
ম্যাকাও হয়ে
১. মুছে দিবো-শৈশর কৈশর বাল্যকাল;দূরন্ত ছেলে বেলাকে!মায়াজাল ছিন্ন ছিন্ন করেনিজেকে গুটিয়ে নিয়ে চলে যাবো বহুদূর, দূরসম্পূর্ণ
আমি তো প্রেমিক
মানবতাবাদী নই আমি!আমি তো প্রেমিক;মাওবাদী!! আমি তো চঞ্চল দূরন্ত- দস্যুপনাকে বয়ে বেড়াই আমার শিরায়,ধমনীতে, রক্তে।।সম্পূর্ণ
স্বপ্ন ঘোর
মায়াবী মধু রাতস্নিগ্ধ জোৎস্নার হাট।মাথার উপর দীঘল আকাশমৃদু স্পন্দন ঝিরি ঝিরি বাতাস।।নদীর পাড়ের দূর্বা ডগাসম্পূর্ণ
ভালোবাসা বাঁচতে শেঁখায়
বিষন্ন এই মন খারাপে,তোমায় দেয়া প্রেম বরাতে,দীর্ঘশ্বাষে ক্ষোভ ঝরাতে;তোমায় ভাবি রাত-প্রভাতে।। আস্বস্তির ওই অবেলাতে,,প্রণয় বেলারসম্পূর্ণ
বৃষ্টি দেখে
বৃষ্টি দেখেছিস্বপ্ন এঁকেছি –স্বপ্ন ভিজে জলে।। আজ মেঘলা মনউদাসী ক্ষণ;তবুও ভিজিনি আমি জলে। কাব্যেরা উঁকিমারে,মনজুড়েসম্পূর্ণ