হাওয়াই পিঠার গন্ধ
মা’গো কে খাওয়াবে শীতের পিঠা-
অমন নরম দুহাত, জেগে জেগে সারা রাত!
ও’মা তুমি নেই, এ শহর নিছক অজুহাত।সম্পূর্ণ
মা’গো কে খাওয়াবে শীতের পিঠা-
অমন নরম দুহাত, জেগে জেগে সারা রাত!
ও’মা তুমি নেই, এ শহর নিছক অজুহাত।সম্পূর্ণ
কি জানি? সেই মানুষ কেমন?
সে বুঝি ভাত খায় না?
লাল চা, কলা রুটি খায় না!
চুমু খায়? জড়িয়ে ধরে?
নাকের সাথে নাক লাগিয়ে, দুষ্টমি করে?
আচ্ছা, অন্ধকারে কিছু হারিয়ে গেলে
সেলফোনের লাইট’টা তুমিই জ্বালো?
নতুন মানুষ কেমন? খুব ভালো!
আমার কেমন ডুবু ডুবু লাগে!
বসন্ত আগে না তুমি আগে?
তোমার শাড়িতে, চুড়িতে, ফুলো-বেণীতে,
এত কেনো লোভ লাগে;সম্পূর্ণ
বিজয় সে-তো বহুকাল!
তবু রক্ত কেনো আজও লাল?
আজও কেনো লাশের রক্তে বিষ!
যদি মরা-প্রাণ জাগে আবারো-
যদি বৈকালে শৈবাল ছুঁয়ে যায়!
যদি যুদ্ধ হয় গহীন?
তবে কে হবে স্বাধীন?
তবে কি আমার পরিচয়?
আমি কার? কে আমার অধীন?সম্পূর্ণ
আমি হাঁটছি, দেখছি
অজস্র পায়ের-
জুতোয় আঁকা স্বপ্নগুলো।
কেউ চামড়ায়, কেউ রেক্সিন অথবা
বার্মিজের খাপড়ায়!
কেউ স্বপ্ন কুঁড়ায়, কেউ ঘাম,
কেউ বিক্রি হয়,
কেউ খোঁজে নাম।সম্পূর্ণ
বাবা যেদিন,
আমাদের যোগফল থেকে বিয়োগের হিসেব কষলেন,
সেদিন ছিলো বৃষ্টির দিন!
ও বাবা, বৃষ্টি এলেই তোমায় মনে পড়ে,
অতৃপ্ত স্নানে, আমি সুখের প্রভাত খুঁজি।
চলে যাওয়াই যদি চিরায়ত আইন হয়,
তবে ডুবে যাওয়া চাঁদের অনন্ত ডুব কেনো নেই?
বিবেকের ডাস্টবিনে, ময়লা সুখ ফেলতে মন না-চায়,
এক বিধবার শোকে পুত্র কেনো মূর্ছা না যায়!সম্পূর্ণ
আচ্ছা তুমি যাও-
আমারতো মুঠিমমুঠি অফুরন্ত সময়,
অতএব, আমি একটু বসি,
হাঁটুতে বিষণ্ণ থুতনি গুজে তোমার চলে যাওয়া দেখি,
পিছনে পড়ে থাকা শাড়ির আঁচল দেখি,
পিঠ ভর্তি তোমার কালো চুল দেখি,
শ্যামলা কোমড়ে, কালো তিলক দেখি।
যাও চলে যাও, আমি বসে থেকে
তোমার, চলে যাওয়া দেখি।সম্পূর্ণ
যদি ফুলে ভরা মাঠ, ভুলে ভরে যায়,
যদি ওয়ারিশ খোঁজে প্রিয় অন্তরায়-
আমি ঋদ্ধ বুকে তবু শুদ্ধের বাতাস বইব-
আমি যে বাংলার ওয়ারিশ, বারুদ বুকে সইব!
এ আমার মসনদে আমার’ই আক্ষেপ!
শুভেচ্ছা নিও, প্রিয় বাংলাদেশ।সম্পূর্ণ
আমি কদাচিৎ’ও যদি মনোভূত হই কভু
প্রচীন সমাজে কারুকাজ হবো দেখো!
দেখো, ক্ষুধার তীব্রতা ভুলে
জয়ের স্নানে জল হব !
নুন মাখা জলে, জীবন কি বলে?
মিঠাই ভালো, নাকি ভালো নুন?
আমি গাইব কার, বাহারি গুণ!সম্পূর্ণ
আমার এ মুখশ্রী কবে নাগাদ
দর্পণে দর্শন পেয়েছিল শেষ,
প্রায় ভুলতেই বসেছি।
আমার অবয়বে লোহার মরীচা দেখেছি
কবে নাগাদ এ লৌহের জং অনুমতি পেল!
জানি না, আমি মোটেও জানি না।সম্পূর্ণ
ভালোবাসায় কুশল থাকতে হয়,
অভিমান জমিয়ে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে হয়।
এটাই তো প্রেমের শক্তি।
একবুকে প্রচুর প্রেমের শক্তি সঞ্চয় করেছি আমি।
অতএব অভিশাপের প্রশ্নই ওঠে না।সম্পূর্ণ