কোলাহল-মুক্ত মনের শহর সাজিয়ে রেখো আনন্দে ও উল্লাসে,
কোনো একদিন লিখে দিয়ো আমার মনের দলিলে,
সেদিন না হয় সকাল দেখবো তোমার মনের দুয়ারে দাঁড়িয়ে। সম্পূর্ণ

এখনো হয়নি পাওয়া সে সুখ,
যে সুখে তোমার কপালে করবো চুম্বন।
তোমার দুগালে দিয়ে হাত, ডুবে যাবো আঁখি যুগলে,
সেও তো আজ পরিকল্পিত কল্পনা।
তবুও তুমি আমার তুমি। সম্পূর্ণ

হৃদপিণ্ডের ঠিকঠিক আওয়াজ থামবে ক্ষণে ক্ষণে।
চিৎকার করলেও, মৃদু হওয়ার অনুও পৌঁছাবে না কানে।
জানো তো?
বাংলায় ভালোবাসার হয় নাহ কোনো প্রতিস্থাপিত শব্দ।সম্পূর্ণ