ডাকের সৌন্দর্য
ভঙ্গিমা তোমার অটুট থাক, ভালোবাসা থাক অন্তরে।
জীবন যখন অচিন প্রবীন,
নবীন থাক তখন গহীনে।সম্পূর্ণ
ভঙ্গিমা তোমার অটুট থাক, ভালোবাসা থাক অন্তরে।
জীবন যখন অচিন প্রবীন,
নবীন থাক তখন গহীনে।সম্পূর্ণ
কোলাহল-মুক্ত মনের শহর সাজিয়ে রেখো আনন্দে ও উল্লাসে,
কোনো একদিন লিখে দিয়ো আমার মনের দলিলে,
সেদিন না হয় সকাল দেখবো তোমার মনের দুয়ারে দাঁড়িয়ে। সম্পূর্ণ
শোনো তুমি আড়ি পেতে গান,
বলো না তুমি তার তাৎপর্য,
অবশেষে জীবন যদি না পায় কূল,
তবে প্রেমমূলক দুঃখই তার সঙ্গ। সম্পূর্ণ
সূর্যালোক এলো বুঝি নয়ন-জুড়ে প্রাতে,
কি করি আর, যেখানে চন্দ্র বদন না মেলে।
ভালোবাসায় রেখো, ভালোবাসা থাকে যেনো তোমার আমার অশেষ।সম্পূর্ণ
ভালোবাসার দিবসে -ভালোবাসা নাহি প্রকাশ পায়,
যে রবে হৃদয়ে -সেই তো থাকে নিরবতায়।সম্পূর্ণ
মাধুর্য তাঁর যুগল জুড়ে
চাহনিতে শীত লাগে।
ঘরবন্দী গাছের শব্দে
বিজলীর আলোয় যেনো সূর্য হাসে।সম্পূর্ণ