নিশ্চিত জানি
তুমি একদিন বৃদ্ধ হবে
হাতে শাখা প্রশাখা নিয়ে
ভেসে ওঠবে পুরনো শিরা।
যে রগে তোমার সৌন্দর্যের
অহংকার হয়ে বইত, সেখানে পড়বে বয়েসি ছাপ।সম্পূর্ণ