এই হ্রদ তোমার জন্য
2023-01-10
এইখানে.. সবুজাভ নীলে
উদাসী হাওয়ায়
গাঙচিল উড়ে আমার মতন…
প্রিয়তমা,
মেঘবৌ ভালো কি বাসে আমায়..?সম্পূর্ণ
এইখানে.. সবুজাভ নীলে
উদাসী হাওয়ায়
গাঙচিল উড়ে আমার মতন…
প্রিয়তমা,
মেঘবৌ ভালো কি বাসে আমায়..?সম্পূর্ণ
নিশ্চিত জানি
তুমি একদিন বৃদ্ধ হবে
হাতে শাখা প্রশাখা নিয়ে
ভেসে ওঠবে পুরনো শিরা।
যে রগে তোমার সৌন্দর্যের
অহংকার হয়ে বইত, সেখানে পড়বে বয়েসি ছাপ।সম্পূর্ণ
প্রিয়তমা,এই বিস্তৃত
পাহাড়ের পাদদেশে
যেখানে মেঘমালা পাখি হয়ে উড়ে আসে
নিমিষেই মিলায়।সম্পূর্ণ