সাদাকালো প্রেম
চাকচিক্যময় জীবনের চেয়ে সাদামাটাই ভালো
হোক না – সেটা রঙিন যুগে একটু সাদাকালো।সম্পূর্ণ
ইচ্ছে জাগে
ইচ্ছে গুলো আপন মনে যত্নে লুকিয়ে রাখি
তোমার সাথে ইচ্ছে অনেক পূর্ণ করা বাকি। সম্পূর্ণ
সূর্যের মতো বিশুদ্ধ প্রেমিক হতে চাই
আমিও সেই সূর্যের মতো বিশুদ্ধ প্রেমিক হতে চাই
পৃথিবীর সকল ঘৃণা গিলে খেতে চাই, সকল বিরহ পুড়িয়ে করতে চাই ছাই,
তাই রাঙিয়ে দিতে চাই ছায়াপথ, নেপচুন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, পৃথিবী চাঁদ কিংবা তোমাকে ভালোবাসার রঙে।সম্পূর্ণ
ঘুম ঘুম চোখে
নীল আকাশে মেঘের আল্পনায় কত-শত কল্পনা
তোমায় নিয়ে আমার স্বপ্ন ও কিন্তু অল্প না ! সম্পূর্ণ
তবুও ভালোবাসি
জানো আসমানি বেদনার রং নীল নয় হলুদ হয় যেমন একলা মানব প্রকৃতির সাথে কথা কয়সম্পূর্ণ
একদিনের প্রেমিকা হবে
তুমি কি আমার শেষ ভালোবাসা হবে হবে কি আমার রাজ্যের রাণী জানি, তুমি ফিরিয়েই দেবেসম্পূর্ণ
তুমি বরং কষ্ট হয়ে যাও
কবিতা অনেকেই পছন্দ করে ভালোও বাসে অনেকে কিন্তু যে মানুষটা মনের মধ্যে শত ইচ্ছা আকাঙ্খাসম্পূর্ণ
তোমার প্রেমিক হবো
আসমানি আমি তোমার প্রেমিক হবো সুখ দিয়ে দুঃখ নেবো, কষ্ট দিলে হাসি দেবো, জীবন ভরেসম্পূর্ণ
তোমার জন্য রাত
তুমি নেই বলে হারিয়ে যাচ্ছে সব কবিতার ছন্দ, প্রেমিকের নাকে লেগে থাকা প্রেমিকর মিষ্টি গন্ধ,সম্পূর্ণ