কবিতার পঙক্তিতে দেওয়া হলো অমরতা, তারপরও নক্ষত্রের রাতে তারা
হারিয়ে গেল শেষ রাতে আকাশের অজানা দিকচিহ্নহীন কোমল পথে,
আমার দু’চোখে গেঁথে থাকলো কোমল-নরম স্পর্শের ছোঁয়া সমস্ত প্রতীক্ষার অবসানে মেঘের আড়ালে বাতাসে দুলতে থাকে আমার নষ্ট স্বপ্নগুলো লাল-নীল রঙিন বেলুনের মতো;
সম্পূর্ণ

নীলিমার নক্ষত্রে সমস্ত অন্তরে ছায়া ফেলে আমার গাঢ় দুঃস্বপ্ন
মাধুর্যময় আমার সমস্ত রচিত সংগীত নিঃশব্দে ব’য়ে চলা শিশিরে অতীন্দ্রিয় ভাবনায় স্মৃতিরা বেঁচে থাক সৌন্দর্যের সুস্নিগ্ধ আশ্চার্য জীবনে।

সম্পূর্ণ