অসমাপ্ত, একটি ব্যর্থ সংলাপ
সমবেত সকলে পদধ্বনি দিবেন বলে আশা করি ! আপনাদের পদধ্বনি আজ একান্তই কাম্য উদ্বেল আবেগে,সম্পূর্ণ
সমবেত সকলে পদধ্বনি দিবেন বলে আশা করি ! আপনাদের পদধ্বনি আজ একান্তই কাম্য উদ্বেল আবেগে,সম্পূর্ণ
কিছুই ভাবিনি তোমাকে নিয়ে, অন্যরা যেভাবে ভাবে রক্তের গভীরে আমি তাঁদের মতো ক’রে ভাবিনি তোমাকে,সম্পূর্ণ
ফিরে ফিরে বাতাসের কানে ভেসে আসে কোমল সুর, যা কিছু আমার আপন ব’লে মনে হয়,সম্পূর্ণ
ভালোবাসার কোন চিহ্নই আমি রাখবো না বু’কের রক্তিম গভীরে, অনেকগুলো সৌন্দর্যরে চিহ্ন আমি ব’য়ে দিইসম্পূর্ণ
বাঙলার মানুষগুলো বেশ ধনী হ’য়ে উঠছে, কয়েক দশক সময় ধ’রে উন্নত অনেক দেশের মতো সেওসম্পূর্ণ
আমি তো তোমাকেই ডাকছি আমার মতো ক’রে; অনেকদিন ধ’রে এরকম ভাবে কাউকে ডাকিনি সকাল ওসম্পূর্ণ
স্মৃতিগুলো বড় করুন আর দীর্ঘ হ’তে থাকে আমার তীব্র ভালোবাসার আবেগে; তাদেরকে আমি চিনি না,সম্পূর্ণ
অনেক দিন তাঁদেরকে দেখি না, যাঁদেরকে চোখের কোণে লুকিয়ে রেখেছি শতাব্দীর পর শতাব্দী ধরে; অশ্রুকোণেসম্পূর্ণ
বাস্তবের সাথে মিশে থাকি, চিন্তা-ভাবনায় জড়ো করি এক গভীর উপলব্ধি কাব্যেয় রূপ দেই ঐশ্বর্যময় প্রোজ্জ্বলিতসম্পূর্ণ
মনে প’ড়ে না তোমার কথা, খুব বেশী যে চেষ্টা করেছি তাও নয়- ভাবনার সাথে মিশেসম্পূর্ণ
ঠিক পৌঁছে যাব আমি, দেখে নিও তুমি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যা তুমি আমাকে বেঁধেসম্পূর্ণ
কবিতার পঙক্তিতে দেওয়া হলো অমরতা, তারপরও নক্ষত্রের রাতে তারা
হারিয়ে গেল শেষ রাতে আকাশের অজানা দিকচিহ্নহীন কোমল পথে,
আমার দু’চোখে গেঁথে থাকলো কোমল-নরম স্পর্শের ছোঁয়া সমস্ত প্রতীক্ষার অবসানে মেঘের আড়ালে বাতাসে দুলতে থাকে আমার নষ্ট স্বপ্নগুলো লাল-নীল রঙিন বেলুনের মতো;
সম্পূর্ণ
নীলিমার নক্ষত্রে সমস্ত অন্তরে ছায়া ফেলে আমার গাঢ় দুঃস্বপ্ন
মাধুর্যময় আমার সমস্ত রচিত সংগীত নিঃশব্দে ব’য়ে চলা শিশিরে অতীন্দ্রিয় ভাবনায় স্মৃতিরা বেঁচে থাক সৌন্দর্যের সুস্নিগ্ধ আশ্চার্য জীবনে।